সন্ধি  বিচ্ছেদ

সন্ধি বিচ্ছেদ - গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী | EduaidBD.com

০১ ) সন্ধি শব্দের অর্থ কি ? ➫ মিলন ।

০২ ) সন্নিহিত দু’টি ধ্বনির মিলনকে কি বলে ? ➫ সন্ধি ।

০৩ ) বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার ? ➫ ২ প্রকার ( স্বরসন্ধি , ব্যন্জনসন্ধি ) ।

০৪ ) সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি কত প্রকার ? ➫ ৩ প্রকার । ( ১ ) স্বরসন্ধি ২) ব্যন্জন সন্ধি ৩ ) বিসর্গ সন্ধি ।

০৫ ) স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে কি বলে ? ➫ স্বরসন্ধি ।

০৬ ) যে সব সন্ধি নিয়ম অনুসারে হয় না তাদের কি বলে ? ➫ নিপাতনে সিদ্ধ সন্ধি ।

০৭ ) সন্ধির উদ্দেশ্য কি ? ➫ উচ্ছারণ সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন ।

স্বরসন্ধি

Sl বিশ্লেষণকৃত অংশ মূল শব্দ
1 নব + অন্ন নবান্ন
2 হিম + অচল হিমাচল
3 প্রাণ + অধিক প্রাণাধিক
4 শশ + অঙ্ক শশাঙ্ক
5 সিংহ + আসন সিংহাসন
6 হিম + আলয় হিমালয়
7 স্বৈর + আচার স্বৈরাচার
8 যর্থ + অর্থ যথার্থ
9 মহা + অর্ঘ মহার্ঘ
10 কথা + অমৃত কথামৃত
11 আশা + অতীত আশাতীত
12 বিদ্যা + আলয় বিদ্যালয়
13 সদা + আনন্দ সদানন্দ
14 নর + ইন্দ্র নরেন্দ্র
15 পূর্ণ + ইন্দ্র পূর্ণেন্দ্র
16 স্ব + ইচ্ছা স্বেচ্ছা
17 পঞ্চ + ইন্দ্রিয় পঞ্চন্দ্রিয়
18 যথা + ইচ্ছা যথেচ্ছা
19 নর + ঈশ নরেশ
20 পর + উপকার পরোপকার
21 নব + ঊড়া নবোঢ়া
22 মহা + উৎসব মহোৎসব
23 সদা + এব সদৈব
24 বন + ওষধি বনোষধি
25 রবি + ইন্দ্র রবীন্দ্র
26 অতি + ইত অতীত
27 পরি + ঈক্ষা পরীক্ষা
28 ক্ষিতি + ঈশ ক্ষিতিশ
29 শ্রী + ঈশ শ্রীশ
30 অতি + অন্ত্য অত্যন্ত
31 প্রতি + অহ প্রত্যহ
32 ইতি + আদি ইত্যাদি
33 প্রতি + উপকার প্রত্যুপোকার
34 নি + ঊন ন্যুন
35 অতি + উক্তি অত্যুক্তি
36 প্রতি + এক প্রত্যেক
37 নদী + অম্বু নদ্যম্বু
38 মসী + আধার মস্যাধার
39 মরু + উদ্যান মরুদ্যান
40 ভূ + উর্ধ ভূর্ধ
41 অনু + অয় অন্বয়
42 সু + অল্প স্বল্প
43 পশু + অধম পশ্বাধম
44 মনু + অন্তর মন্বন্তর
45 তনু + ঈ তন্বী
46 অণু + এষণ অন্বেষণ
47 সু + আগত স্বাগত
48 দেব + ঋষি দেবর্ষি
49 উত্তম + ঋণ উত্তমর্ণ
50 মহা + ঋষি মহর্ষি
51 শীত + ঋত শীতার্ত
52 তৃষ্ণা + ঋত তৃষ্ণার্ত
53 পিতৃ + আলয় পিতৃালয়
54 নে + অন নয়ন
55 লো + অন লবণ
56 গো + এষণা গবেষণা
57 গৈ + অক গায়ক
58 পো + অন পবন
59 নৌ + ইক নাবিক
60 ভৌ + উক ভাবুক
61 কাচা + কলা কাঁচাকলা
62 কুল + অটা কুলটা
63 গো + অক্ষ গবাক্ষ
64 প্র + ঊঢ় প্রৌঢ়
65 স্ব + ঈর স্বৈর
66 শুদ্ধ + ওদন শুদ্ভোধন
67 শার + অঙ্গ শারঙ্গ
68 গো + ইন্দ্র গবেন্দ্র
69 গো + ঈশ্বর গবেশ্বর
70 অক্ষ + উহিনী অক্ষোহিনী
71 মার্ত + উন্ড মার্তন্ড
72 সীমন + অন্ত সীমন্ত
73 বি + ছেদ বিচ্ছেদ
74 পরি + ছেদ পরিচ্ছেদ
75 দিক + অন্ত দিগন্ত
76 বাক + আড়ম্বর বাগাড়ম্বর
77 বাক + ঈশ বাগীশ
78 সুপ + অন্ত সুবন্ত
79 সৎ + আনন্দ সদানন্দ
80 চলৎ + চিত্র চলচ্ছিত্র
81 উৎ + চ্ছেদ উচ্ছেদ
82 উৎ + জল উজ্জ্বল
83 উৎ + শ্বাস উচ্ছাস
84 উৎ + ল্লাস উল্লাস
85 উৎ + হার উদ্ধার
86 উৎ + হত উদ্ধত
87 পদ + হতি পদ্ধতি
88 সম + ন্যাস সন্ন্যাস
89 সম + চয় সঞ্চয়
90 সম + ঘাত সংঘাত
91 সম + গীত সংগীত
92 অহম + কার অহংকার
93 সম + জ্ঞা সংঞ্জা
94 সম + যোগ সংযোগ
95 সম + লাপ সংলাপ
96 সম + বাদ সংবাদ
97 সম + কল্প সংকল্প
98 আ + চর্য আশ্চর্য
99 ষট + দশ ষোড়শ
100 গো + পদ গোষ্পদ
101 বন + পতি বনস্পতি
102 পর + পর পরস্পর
103 বৃহৎ + পতি বৃহস্পতি
104 তৎ + কর তস্কর
105 মনস + ঈষা মনীষা
106 দিব + লোক দ্যুলোক
107 মৃত + ময় মৃন্ময়
108 পতৎ + অন্জলি পতন্জলি
109 এক + দশ একাদশ
110 দুঃ + বিনীত দুর্নিবীত

Adnan Mahfuj

‘‘ বাংলা ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ অংশে থেকে বার বার আসা প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে একসাথে দেওয়া আছে । এই প্রশ্নগুলো আয়ত্বে আনতে পারলে বাংলা ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ থেকে যেকোন প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ । শেয়ার করে টাইমলাইনে রাখুন ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *