# বাংলা
০১ ) শিবে সংক্রান্তি বাগধারাটির অর্থ - ➫ অসন্ন বিপদ ।
০২ ) ‘ Custom ’ শব্দের পরিভাষা কোনটি ? ➫ প্রথা ।
০৩ ) কোনটি মৌলিক শব্দ ? ➫ গোলাপ ।
০৪ ) ‘ সমভিব্যাহারে ’ শব্দটির অর্থ কি ? ➫ একযোগে ।
০৫ ) Ode কী ? ➫ কোসার গান ।
০৬ ) কোন বাক্যটি শুদ্ধ ? ➫ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম ।
০৭ ) কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ ? ➫ নিক্কণ , সুচগ্র , অনুর্ধ্ব ।
০৮ ) ‘ বিষ্ময়াপন্ন ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ? ➫ বিষ্ময়কে আপন্ন ।
০৯ ) ‘ ঔ ’ কোন ধরনের স্বরধ্বনি ? ➫ যৌগিক ।
১০ ) ‘ জলে - স্থলে ’ কী সমাস ? ➫ অলুক দ্বন্দ্ব ।
১১ ) বর্গের কোন বর্ণ সমুহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি ? ➫ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ ।
১২ ) ‘ কদাকার ’ উপসর্গটি গঠিত ? ➫ দেশি উপসর্গযোগে ।
১৩ ) যুক্তাক্ষর একমাত্রা ও বদ্ধাক্ষরে ও একমাত্রা গনণা করা হয় কোন ছন্দে ? ➫ স্বরবৃত্ত ।
১৪ ) নিচের কোনটি অশুদ্ধ ? ➫ দোষী - নির্দোষী ।
১৫ ) “ আমি এ কথা , এ ব্যথা , সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি । ” রবীন্দ্রনাথের এই গানে ‘ নিছনি ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে ? ➫ পূজা অর্থে ।
১৬ ) বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে ? ➫ সেলিম আদ দীন ।
১৭ ) রবীন্দ্রনাথ ঠাকুরের গীতান্জলি কাব্য প্রকাশিত হয় কতসনে ? ➫ ১৯১০ সনে ।
১৮ ) ‘ আসাদের সার্ট ’ কবিতার লেখক কে ? ➫ শামসুর রাহমান ।
১৯ ) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমুহের মধ্যে কোনটি ড.মুহাম্মদ শহীদুলালাহর লেখা ? ➫ বাংলা সাহিত্যের কথা ।
২০ ) কবি কায়কোবাদ রচিত ‘ মহাশ্মশান ’ কাব্যের ঐতিহাসিক পটভুমি - ➫ তৃতীয় পানিপথের যুদ্ধ ।
২১ ) ‘ প্রদীপ নিবিয়া গেল ! ’ - এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের ? ➫ বঙ্কিমচন্দ্রের কপালকুন্ডলা ।
২২ ) ‘ মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে ।’ কার উক্তি ? ➫ মীর মোশাররফ হোসেন ।
২৩ ) ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি ? ➫ হাসান হাফিজুর রহমান ।
২৪ ) শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী বলে ? ➫ মধুর রস বলে ।
২৫ ) ড.মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গন্থের নাম কী ? ➫ Buddhist Mystic Songs .
২৬ ) ‘ পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালা সমুহের সংগ্রাহক কে ? ➫ চন্দ্রকুমার দে ।
২৭ ) শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত - ➫ রামপ্রসাদ সেন ।
২৮ ) ‘ অলৌকিক স্টিমার ’ গ্রন্থের লেখক কে ? ➫ হুমায়ুন আজাদ ।
২৯ ) কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন ? ➫ প্রচলিত ধর্ম ও সংসস্কার বিদ্বেষী বলে ।
৩০ ) সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ? ➫ অলীক মানুষ ।
৩১ ) ‘ কল্লোল ’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি ? ➫ দীনেশ রন্জন দাশ ।
৩২ ) “ ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি , আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম ।” কে বলেছেন ? ➫ মোতাহার হোসেন চৌধুরী ।
৩৩ ) ‘ চর্যাচর্যবিনিশ্চয় ’ এর অর্থ কী ? ➫ কোনটি আচরণীয় , আর কোনটি নয় ।
৩৪ ) ‘ গোরক্ষ বিজয় ’ কোন ধর্মের কাহিনী অবলম্বনে লেখা ? ➫ নাথধর্ম ।
৩৫ ) মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বইয়ের নাম কি ? ➫ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ।
# ইংরেজি
৩৬ ) The family doesn't feel ______ going outing this season . ➫ like .
৩৭ ) I couldn't mend the computer myself , so ________ at a shop . ➫ had it mended .
৩৮ ) Who wrote " Biographia Literaria " ? ➫ S.T Coleridge .
৩৯ ) Choose the correct sentence : ➫ All of it depends on you .
৪০ ) A chart was appended to the report . Here " appended " means ? ➫ joined .
৪১ ) The mother sat vigilantly beside the sick baby . Here " vigilantly " is ➫ a noun .
৪২ ) Frailty the name is women ➫ a noun .
৪৩ ) Education is enlightening . Here " enlightening " ➫ a participle .
৪৪ ) Opposite word of 'DELETERIOUS ' ➫ harmless .
৪৫ ) Romantic period of in English literature refers to ➫ 1660 .
৪৬ ) " Gerontion " id s poem by ➫ Robert Browning .
৪৭ ) __________ is Shakespeare's last play . ➫ Tempest .
৪৮ ) It's raining cats and dogs , so .... ➫ Make sure you take an umbrella .
৪৯ ) This is the book I lost . Here " lost " ➫ An adjective clause .
৫০ ) Shelly's " Adonais " is an elegy on the death of ➫ John Keats .
৫১ ) Which of the following word is in singular form ? ➫ radius .
৫২ ) Which is the nearest meaning of " proviso " ? ➫ Stipulation .
৫৩ ) Cassandra is a night owl , so she doesn't usually get up until about : ➫ 11.00 a.m .
৫৪ ) Who has written the poem " Elegy Written in the country churchyard " ? ➫ Thomas Gray .
৫৫ ) " A rolling stone gathers no moss " the complex of the sentence is ➫ Though a stone rolls , it gathers no moss .
৫৬ ) Who has written the play " Volpone " ➫ Ben Jonson .
৫৭ ) The Phrase ' Achilles Hill ' means - ➫ A weak point .
৫৮ ) Which of the following is not a poetic tradition ? ➫ The occult .
৫৯ ) I saw ____ one eyed man when I was walking on the road . ➫ a .
৬০ ) Shakespeare composed much of his play in what plays in what sort of verse ? ➫ Alliterative verse .
৬১ ) The word " Omnivorous " means ➫ eating all types of foods .
৬২ ) What is a funny poem of five lines called ? ➫ Limerick
৬৩ ) Robert Browning was a ________ poet . ➫ Victorian .
৬৪ ) The comparison of unlike things using the words like on as is known to be ___ ➫ Simile .
৬৫ ) ' The Sun Also Rises ' is a novel written by ___ ➫ Earnest Hemingway .
৬৬ ) The new offer of job was alluring . Here " alluring " means ➫ temping .
৬৭ ) ' who planed this tree here ' ? the correct passive voice of this sentence is - ➫ By whom was this planed here ?
৬৮ ) The reception of begging consonant sound is known as ___ ➫ alliteration .
৬৯ ) We worked with all sincerity . The underline phrase is __ ➫ an adverbial phrase .
৭০ ) Find out the correct synonym of TENUOUS ➫ Dangerous .
৭১ ) Othello gave Desdemona ________ as a token of love : ➫ Handkerchief .
# বাংলাদেশ বিষয়াবলী
৭২ ) বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শুরু হয় ? ➫ সপ্তম ।
৭৩ ) সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের কথা উল্লেখ আছে ? ➫ ১৩৭ নং ।
৭৪ ) ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কবে ? ➫ ২০০০ সালে ।
৭৫ ) পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গর্ভনর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন ? ➫ লর্ড কার্জন ।
৭৬ ) বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ? ➫ মুর্শিদ কুলী খান ।
৭৭ ) প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান কোনটি ? ➫ BADC .
৭৮ ) সরকারি হিসেব মতে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত ? ➫ ৭০.৮ বছর ( বর্তমানে ৭১.৬ বছর )।
৭৯ ) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা কত ? ➫ ৪.৪ জন ।
৮০ ) যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক ? ➫ বরিশাল ।
৮১ ) ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত ? ➫ ৭.০৫ % ।
৮২ ) বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা কতটি ? ➫ ৮ টি ।
৮৩ ) অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয় ? ➫ ২ ভাগে ।
৮৪ ) বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে ? ➫ চীনে ।
৮৫ ) আলুর একটি জাত ➫ ডায়মন্ড ।
৮৬ ) বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ➫ বোরো ধান ।
৮৭ ) বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক ? ➫ ডাচ-বাংলা ব্যাংক ।
৮৮ ) ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে ? ➫ বাণিজ্য মন্ত্রণালয় ।
৮৯ ) যে জেলায় হাজংদের বসবাস নেই ➫ সিলেট ।
৯০ ) মাত্র ১ টি সংসদীয় আসন ➫ রাঙ্গামাটি জেলায় ।
৯১ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভুমিকায় রচিত ‘ ধীরে বহে মেঘনা ’ চলচ্চিত্রের নির্মাতা কে ? ➫ আলমগীর কবির ।
৯২ ) জাতীয় সংসদে ‘ কাস্টিং ভোট ’ কী ? ➫ স্পিকারের ভোট ।
৯৩ ) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশের নারী - পুরুষের অনুপাত কত ? ➫ ১০০ঃ১০৩ ।
৯৪ ) NILG এর পূর্ণরূপ কি ? ➫ National Institute of Local Government .
৯৫ ) ১৯৫৪ সালের পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল ? ➫ নৌকা ।
৯৬ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ? ➫ মালয়েশিয়া ।
৯৭ ) বাংলাদেশের মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব কোনটি ? ➫ বীরবিক্রম ।
৯৮ ) ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয় ? ➫ ম্যাগনাকার্টা ।
৯৯ ) বাংলাদেশে তৈরির জাহাজ ‘ স্টেলা মেরিস ’ কোন দেশে রপ্তানি হয়েছে ? ➫ ডেনমার্কে ।
১০০ ) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি ? ➫ পেট্রোপোল ।
১০১ ) বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি ? ➫ ২৭ ।
# আন্তর্জাতিক বিষয়াবলী
১০২ ) ' Black Lives Matter ' কী ? ➫ বর্ণবাদ বিরোধী আন্দোলন ।
১০৩ ) মাথাপিছু গ্রীন হাউস গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ ? ➫ যুক্তরাষ্ট্র ।
১০৪ ) ‘ কালাপানি ’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? ➫ ভারত - নেপাল ।
১০৫ ) সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে ? ➫ Street View .
১০৬ ) জাতিমংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ও জলবায়ু বিষয়ক সংস্থা এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কোন সংস্থা ? ➫ IPCC .
১০৭ ) IMF এর সদর দপ্তর কোথায় ? ➫ ওয়াশিংটন , ডিসি ।
১০৮ ) জাতিসংঘের স্থায়ী সদস্য কোনগুলো ? ➫ ফ্রান্স , ব্রিটেন , রাশিয়া , যুক্তরাষ্ট্র ও চীন ।
১০৯ ) ' Low of the Sea Convention' অনুযায়ী উপকূল হতে কত দূরত্ব পর্যন্ত ' Exclusive Economic Zone ' হিসেবে গণ্য ? ➫ ২০০ নটিক্যাল মাইল ।
১১০ ) সলোমন - দীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ? ➫ প্রমান্ত মহাসাগরে ।
১১১ ) চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী ? ➫ উইঘুর ।
১১২ ) ইরানের সাথে পারমানবিক চুক্তি সই হয় কবে ? ➫ ১৪ জুলাই , ২০১৫ ।
১১৩ ) ‘ গ্রীন পীস ’ যাত্রা শুরু করে কবে ? ➫ ১৯৭১ সালে ।
১১৪ ) কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় ? ➫ NATO .
১১৫ ) সংবিধান অনুসারে মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সেনাবাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে ? ➫ ২৫ % ।
১১৬ ) বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে ? ➫ IFC .
১১৭ ) সামন্তবাদ কোন উইরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ? ➫ ইতালী ।
১১৮ ) নিচের কোনটি গ্রীনহাউস গ্যাস নয় ? ➫ অক্সিজেন ।
১১৯ ) BRICS এর সদর দপ্তর কোথায় ? ➫ সদর দপ্তর নেই ।
১২০ ) World Development Report কোন প্রতিষ্ঠানের বার্ষিক সম্পাদনা ? ➫ World Bank .
১২১ ) SDR সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল ? ➫ ১৯৬৯ সালে ।
১২২ ) ধরিত্রী সম্মেলন কোথায় অনষ্ঠিত হয় ? ➫ ব্রাজিলের রিওডিজেনিরোতে ।
# সাধারণ বিজ্ঞান
১২৩) কোনটি জারক পর্দাথ নয় ? ➫ হাইড্রোজেন ।
১২৪) চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ➫ ছয় ভাগের একভাগ ।
১২৫) নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ? ➫ ফিশন ।
১২৬) তাপ ইন্জিনের কাজ কি ? ➫ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা ।
১২৭) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত ? ➫ শূন্য ।
১২৮) বস্তুর গজন সবচেয়ে বেশি কোথায় ? ➫ মেরু অঞ্চলে ।
১২৯) প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে ? ➫ ৮০ - ৯০ ভাগ ।
১৩০) কোনটি ভাইরাসের জন্য সত্য নয় ? ➫ রাইবোজোসম থাকে ।
১৩১) আকাশে রংধনু সৃষ্টির জন্য দায়ী - ➫ বৃষ্টির কণা ।
১৩২) মানবদেহে রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষাস্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি ? ➫ লিম্ফোসাইট ।
১৩৩) ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে ? ➫ সাইট্রিক এসিড উৎপাদন ।
১৩৪) দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ / শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায়্য করে ? ➫ হাইপো - থাইরয়ডিজম ।
১৩৫) চা পাতায় কোন ভিটামিন থাকে ? ➫ ভিটামিন বি কমপ্লেক্স ।
১৩৬) গ্রীন হাউস কী ? ➫ কাঁচের তৈরি ঘর ।
# কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
১৩৭) ই - মেইল আদান - প্রানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি ? ➫ Simple Mail Transfer Protocol .
১৩৮) ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব ? ➫ ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া ।
১৩৯) ওয়াই - ফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি ? ➫ তারহীন সংযোগ ।
১৪০) কম্পিউটারের সি.পি.ইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করে ? ➫ এ.এল.ইউ ( ALU ) ।
১৪১) আই.ও.এস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ? ➫ অ্যাপেল ।
১৪২) Push এবং Pop কার সাথে সম্পর্কিত ? ➫ Stack .
১৪৩) কোনটি আউটপুট ডিভাইস ? ➫ OMR .
১৪৪) ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্ণকে নির্দিষ্ট করা যায় ? ➫ ৬৫৫৩৬ টি ।
১৪৫) এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সঠিক - ➫ নির্মাতা গুগল , লিনাক্স কার্নেল নির্ভর , প্রধানত টার্চস্কিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি ।
১৪৬) একটি ২ ইনপুট লজিক গেটের আউটপুট Φ হবে , যদি এর ইনপুটগুলো সমান হয় - এই উক্তিটি কোন সেটের জন্য সত্য ? ➫ Ex-OR .
১৪৭) কোনটি অপারেটিং সিস্টেম নয় ? ➫ C.
১৪৮) IP-V6 এড্রেস কত বিটের ? ➫ ১২৮ ।
১৪৯) EDSAC কম্পিউটার এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরী ব্যবহার হতো ? ➫ Mercury Delay Lines .
১৫০) TCP দিয়ে বুঝানো হয় ? ➫ প্রোটোকল ।
১৫১) ই-কমার্স সাইট amazon.com কতসালে প্রতিষ্ঠিত হয় ? ➫ ১৯৯৪ সালে ।
১৫২) কোন দূযোগটি বাংলাদেশের মানুষের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ? ➫ সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ।
# ভূগোল ও পরিবেশ
১৫৩) সার্ক দুযোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ? ➫ নয়া দিল্লী ।
১৫৪) কোন র্পযায়ে দুযোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ? ➫ পুনর্বাসন র্পযায়ে ।
১৫৫) বাংলাদেশের জেলাসমুহের মধ্যে কোন জেলায় নীচু ভূমির পরিমান সবচেয়ে বেশি ? ➫ কিশোরগঞ্জ ।
১৫৬) বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ , পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ? ➫ বরেন্দ্র অঞ্চল ।
১৫৭) বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন ষ্টেশনে রেকর্ড করা হয় ? ➫ সিলেট ।
১৫৮) কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না ? ➫ দ্রাঘিমারেকা ।
১৫৯) বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ? ➫ মেঘনা ।
১৬০) বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ ? ➫ উত্তর - পশ্চিম অঞ্চল ।
১৬১) কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ? ➫ বায়ু দূষণ ।
# সাধারণ গনিত ও মানসিক দক্ষতা
১৬২) একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত ? ➫ 5
১৬৩) logx(3/2) = -1 / 2 হলে x এর মান কত ? ➫ 4 / 9 .
১৬৪) x2 - 3x + 1 = 0 হলে x2 + 1 / x2 এর মান কত ? ➫ 3√5 .
১৬৫) x2 - 5x + 6 < 0 হলে , ➫ 2 < x < 3 .
১৬৬) একটি আয়তকার কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ? ➫ 50√5 বর্গমিটার ।
১৬৭) 13 সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা -এর দৈর্ঘ্য 24 সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দুরত্ব কত ? ➫ 5 ।
১৬৮) 17 সে.মি. , 15 সে.মি. , 8 সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে - ➫ সমকোণী ।
১৬৯) একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6 -তম পদটি 52 হলে 15 পদটি কত ? ➫ 142
১৭০) 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে ? ➫ 9.2%
১৭১) দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায় । অঙ্ক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত ? ➫ 39
১৭২) একটি থলিতে 6 টি নীল বল , 8 টি সাদা বল ও 10 কালো বল আছে । দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্বাভনা কত ? ➫ 2 / 3
১৭৩) 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ? ➫ 25%
১৭৪) 261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ? ➫ 135 টি ।
১৭৫) 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস । ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায় ? ➫ 182
১৭৬) A= {x|x ধনাত্বক পূর্ণসংখ্যা এবং x2 < 25 } , B = {x|x মৌলিক সংখ্যা এবং x2 < 25 } C = {x|x মৌলিক পূর্ণসংখ্যা এবং x2 = 25 } হলে A∩B∩C = ? ➫ Ø .
১৭৭) দ্বিতীয় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে ? ➫ ৯ ।
১৭৮) কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে , বৈঠা ব্যবহার করতে হবে - ➫ পেছনে ।
১৭৯) ৫ এর কত শতাংশ ৭ হবে ? ➫ ১৪০ ।
১৮০) একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে এবং একজন ঠেলে নিয়ে যায় তাহলে কোন ব্যক্তির কষ্ট বেশি হবে ? ➫ ঠেলে নিয়ে যাওয়া ব্যক্তির ।
১৮১) Telephone : Cable : : Radio : ? ➫ Wireless .
১৮২) ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল । ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল ? ➫ বৃহস্পতিবার ।
১৮৩) কোনটি ‘ অগ্নির ’ সমার্থক শব্দ নয় ? ➫ প্রজ্বলিত ।
১৮৪) কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে , তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ?% কমবে ? ➫ ৩৬ % ।
১৮৫) কোন বানানটি শুদ্ধ ? ➫ Achievement .
১৮৬) If LOYAL is coded as ' JOWAJ ' then PRONEis coded as ____ ➫ NRMNC .
১৮৭) বিভা : কিরণ :: সুবলিত : ? ➫ সুগঠিত ।
১৮৮) ০.৪ × ০.০২ × ০.০৮ = ? ➫ .০০০৬৪ ।
১৮৯) ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন । বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল , কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন , কয়েক মিনিট পরে আপন ডানদিকে ঘুরলেন । এখন আপনার মুখ কোনদিকে ? ➫ পূর্ব দিকে ।
১৯০) একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্কু -ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্কুকে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে ? ➫ চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার গুরাতে হবে ।
# নৈতিকতা , সুশাসন ও মূল্যবোধ
১৯১) UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছেন ? ➫ ৯ টি ।
১৯২) নৈতিক শক্তির প্রধান উপাদান কি ? ➫ সততা ও নিষ্ঠা ।
১৯৩) একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুনাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি ? ➫ নৈতিকতা ।
১৯৪) আমাদের চিরন্তন মূল্যবোধ ➫ সত্য ও ন্যায় ।
১৯৫) রাষ্ট্রের চতুর্থ স্তম্ব বলা হয় কোনটিকে ? ➫ সংবাদ মাধ্যমকে ।
১৯৬) সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যাবোধটি গুরুত্বপূর্ণ নয় ? ➫ সৃজনশীলতা ।
১৯৭) ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় - ➫ সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ ।
১৯৮) সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি ? ➫ নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা ।
১৯৯) “ সুশাসন রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের , সরকারের সঙ্গে শাসিতের সম্পক বোঝায় ।” - উক্তিটি কার ? ➫ ম্যাককরনী ।
২০০) জনগণ , রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো - ➫ সুশাসন ।