৪০ তম বিসিএস প্রিলিমিনারি  পরীক্ষার প্রশ্ন সমাধান

৩৫ তম বিসিএস প্রশ্ন সমাধান - সম্পূর্ণ অংশ

# Bangla

০১ ) " পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার ।" - বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যাবহারে - ➫ দুটো শব্দই ভুল ।

০২ ) নিচের কোন বানানটি শুদ্ধ ? ➫ মনীষী ।

০৩ ) কোন বাক্যটি শুদ্ধ ? ➫ দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয় ।

০৪ ) ‘ পরশ্ব ’ শব্দটির অর্থ কি ? ➫ পরশু ।

০৫ ) ' Consumer goods ' এর উপযুক্ত বাংলা পরিভাষা কোনটি ? ➫ ভোগ্যপণ্য ।

০৬ ) ' জল ' শব্দের সমার্থক নয় - ➫ জলধি ।

০৭ ) কোন শব্দজোড় বিপরীতার্থক নয় - ➫ হৃষ্ট - পুষ্ট ।

০৮ ) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত ? ➫ ৭ টি ।

০৯ ) বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে ? ➫ লিঙ্গ পরিবর্তন করে ।

১০ ) বাক্যের বৈশিষ্ট্য নয় ? ➫ আসক্তি ।

১১ ) কোন শব্দটি প্রত্যয় সাধিত ? ➫ খন্ডিত ।

১২ ) ‘ দৈপায়ন ’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি ? ➫ দীপ + অয়ন ।

১৩ ) ‘ জজ সাহেব ’ কোন সমাসের উদাহরণ ? ➫ কর্মধারয় ।

১৪ ) কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় ? ➫ প্রাতিপ্রাদিক ।

১৫ ) সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ? ➫ কাহুপা ।

১৬ ) বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি ? ➫ দোহাকোষ ।

১৭ ) ‘ তাম্বুল রাতুল হইল অধর পরশে । ’ অর্থ কী ? ➫ ঠোঁটের পরশে পান লাল হল ।

১৮ ) ‘ হপ্ত পয়কর ’ কার রচনা ? ➫ সৈয়দ আলাওল ।

১৯ ) মঙ্গলকাব্যের কবি নন কে ? ➫ দাশু রায় ।

২০ ) ‘ সমাচার দর্পণ ’ পত্রিকার সম্পাদক কে ? ➫ জন ক্লার্ক মার্শম্যান ।

২১ ) আত্বচরিত - ➫ ঐশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী ।

২২ ) রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল ? ➫ খুলনার দক্ষিণ ডিহি ( খুলনার পিঠাভোগ গ্রামে ) ।

২৩ ) ‘ তেল নুন লকড়ি ’ কার রচিত গ্রন্থ ? ➫ প্রমথ চৌধুরী । ।

২৪ ) বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রথম ট্রাজেডি কোনটি ? ➫ কৃষ্ণকুমারী ।

২৫ ) ‘ কপালকুন্ডলা ’ কোন প্রকৃতির রচনা ? ➫ রোমান্সমূলক উপন্যাস ।

২৬ ) রবীন্দ্রনাথের অর্ন্তগত নয় ? ➫ অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান ।

২৭ ) দ্রোপদী কে ? ➫ মহাভারতের পাঁচ ভাইয়ের একক স্ত্রী ।

২৮ ) ‘ মিলির হাতে স্টেটগান ’ গল্পটি কার লেখা ? ➫ আখতারুজ্জামান ইলিয়াস ।

২৯ ) ‘ অসমাপ্ত আত্মজীবনী ’ কার রচিত গ্রন্থ ? ➫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

৩০ ) ‘ প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে ’ - গানটির গীতিকার কে ? ➫ শেখ ওয়াহিদ ।

৩১ ) ‘ মাটির ময়না ’ চলচ্ছিত্রের নির্মাতা কে ? ➫ তারেক মাসুদ ।

৩২ ) ‘ হুলিয়া ’ কবিতা কার রচনা ? ➫ নির্মলেন্দু গুণ ।

৩৩ ) নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন ? ➫ সোমেন চন্দ্র ।

৩৪ ) নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে ? ➫ সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ পূর্ব - পশ্চিম ’ ।

# English

৩৫ ) Cricket enjoys a huge ____ in Bangladesh . ➫ following .

৩৬ ) Who wrote the following lines , " all at once I saw / a cloud , a host of golden daffodils " ? ➫ Wordsworth .

৩৭ ) Synonym for " initiative " ➫ enterprise .

৩৮ ) Master is a - ➫ Verb .

৩৯ ) Who among the following writers is not a Noble Laureate ? ➫ Grahame Green .

৪০ ) The correct passive from of " You must shut these door " is - ➫ These doors must be shut .

৪১ ) The film was directed in the director's usual _________ style > ➫ idiosyncratic .

৪২ ) Which word is the determiner in the sentence " Will it take much time " ➫ much .

৪৩ ) The play Arms and the Man is by - ➫ George Bernard Shaw .

৪৪ ) ' He was a rather disagreeable man '. Here the underline word is a/an ➫ Adjective .

৪৫ ) This could have worked if I _____ been more far-sighted . ➫ had .

৪৬ ) The ' Climax ' of a plot is what happens ________? ➫ at the height .

৪৭ ) Choose the pair of words that express a relationship similar to that of " Harm:Damage" ➫ Injure:Incapacitate .

৪৮ ) Othello is a Shakespeare's play about ____ ➫ A Moor .

৪৯ ) In the 18thCentury the Mughal Empire begum to ______ ➫ disintegrate .

৫০ ) Being fat does not necessarily kill you , but it-the risk that you will suffer from nasty disease . ➫ involves .

৫১ ) The poem " Isle of Innisfree " is written by ___ ➫ W.B. Yeats .

৫২ ) Riders to the Sea is ______ ➫ a one - act play .

৫৩ ) ' It is time to review the protocol no testing nuclear weapons ' . Here the underlined word means ➫ record of rules .

৫৪ ) ________ amazing song haunted me for a long time . ➫ that .

৫৫ ) Let us being by looking at the minutes of the meeting . Here the underlined word means ➫ written record .

৫৬ ) The noise level in Dhaka city has increased exponentially . Here the underlined word means ➫ rapidly .

৫৭ ) Which of the following writers belong to the Elizabethan Period ? ➫ Christopher Marlawe .

৫৮ ) Women are too often ________ by family commitments . ➫ constrained .

৫৯ ) To be not to be , that is the question - is the key understanding of - ➫ Hamlet .

৬০ ) Class relations and social conflict is the key understanding of - ➫ Marxism .

৬১ ) Societies living in the periphery are always ignored . Here the underline word means ➫ Marginal areas .

৬২ ) The idiom ' A stitch in time saves nine ' - teffers the importance of - ➫ Timely action .

৬৩ ) Which is the correct sentence ? ➫ He insisted on seeing her .

৬৪ ) The phrase ' nouveau riche ' means - ➫ New rich .

৬৫ ) What would be the best antonym of " hibernate " ➫ lineliness .

৬৬ ) I am in the process of collecting material for my story . The underline word is a / an ➫ noun .

৬৭ ) Deressionis often hereditary . The underline word is a / an ➫ Adjective .

৬৮ ) Find the odd man out ➫ George Eliot .

৬৯ ) Find the odd ____ man out ____ ➫ As I lay dying .

# বাংলাদেশ বিষয়াবলী

৭০ ) ‘ সোয়াচ অব নো গ্রাউন্ড ’ কোথায় অবস্থিত ? ➫ বঙ্গোপসাগরে ।

৭১ ) বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় ? ➫ আশির দশক ।

৭২ ) বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইবুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে ? ➫ ১১৭ ।

৭৩ ) বাংলাদেশে বেসরকারী টিভি চ্যোনেলের সংখ্যা কতটি ? ➫ ২৬ টি ।

৭৪ ) ‘ অলিভ টার্টল ’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় ? ➫ সেন্টমার্টিন ।

৭৫ ) চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন ? ➫ শিলভদ্র ।

৭৬ ) প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত ? ➫ বান্দরবান ।

৭৭ ) বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত ? ➫ ৪৫৬২ টি ।

৭৮ ) মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন ? ➫ নালন্দা বিহার ।

৭৯ ) খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত ? ➫ পুন্জি ।

৮০ ) লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন ? ➫ পুলিশ ব্যবস্থা ।

৮১ ) ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন ? ➫ নিশাত মজুমদার ।

৮২ ) পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম উত্থাপন করেন কে ? ➫ ধীরেন্দ্রনাথ দত্ত ।

৮৩ ) বিখ্যাত চিত্রকর্ম ‘ তিন কন্যা ’ এর চিত্রকর কে ? ➫ কামরুল হাসান ।

৮৪ ) যশোর জেলায় অবস্থিত বিল কোনটি ? ➫ ভবদহ ।

৮৫ ) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ? ➫ ৭ম ।

৮৬ ) বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুযায়ী গড় স্বাক্ষরতার হার কত ? ➫ ৫৭.৯ % ।

৮৭ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ? ➫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

৮৮ ) ‘ বর্ণালী ’ ও ‘ শুভ্র ’ কী ? ➫ উন্নত জাতের ভুট্টা ।

৮৯ ) গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত ? ➫ ৯ বর্গ কি.মি .

৯০ ) ' Making of a Nation Bangladesh ' গ্রন্থের রচয়িতা কে ? ➫ নুরুল ইসলাম ।

৯১ ) জীবনঢুলী কি ? ➫ একটি চলচ্ছিত্রের নাম ।

৯২ ) বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন ? ➫ তাসকিন আহমেদ ।

৯৩ ) পরিকল্পনা কমিশনের গৃতীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদে শেষ হবে ? ➫ ২০১৬-২০২০ ।

৯৪ ) দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে ? ➫ গ্যারি জে ব্যাস ।

৯৫ ) বিশ্ব বাজারে বাংলাদেশের ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত ? ➫ কুষ্টিয়া গ্রেড ।

৯৬ ) কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবনধুকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছেন ? ➫ নিউজ উইকস ।

৯৭ ) বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ? ➫ সিলেট ।

৯৮ ) ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার এর নাম কি ? ➫ ইউরিয়া ও টিএসপি ।

৯৯ ) ম্যানগ্রোভ কি ? ➫ উপকূলীয় বন ।

# আন্তর্জাতিক বিষয়াবলী

১০০ ) নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন ? ➫ রাজা জ্ঞানেন্দ্র ।

১০১ ) প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য কি ছিল ? ➫ ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা ।

১০২ ) প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় ছিল ? ➫ ইউকোলুস ।

১০৩ ) ‘ ডমিনো ’ তত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল ? ➫ দক্ষিণ - পূর্ব এশিয়া ।

১০৪ ) ‘ গ্লাসনস্তনীতি ’ কোন দেশে চালু হয়েছিল ? ➫ সাবেক সোভিয়েত ইউনিয়নে ।

১০৫ ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা কতটি ? ➫ ১ টি ।

১০৬ ) বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ’ বলা হয় ? ➫ জাপান ।

১০৭ ) ‘ Global Terrorism Index ’ ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুকিপূর্ণ রাষ্ট্র কোনটি ? ➫ ইরাক ।

১০৮ ) জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার ঠৈক করেছে ? ➫ মালদ্বীপ ।

১০৯ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্রেন্দ্বর ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি ? ➫ কমেকন ।

১১০ ) ব্রিকসের সর্বশেষ শীর্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ➫ ব্রাজিলে ।

১১১ ) উইঘুর - ➫ চীনের একটি সম্প্রদায়ের নাম ।

১১২ ) ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা বিত্তিক রেখা কত হবে ? ➫ ৩৫০ নটিক্যাল মাইল ।

১১৩ ) মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা ? ➫ বাংলাদেশ - মায়ানমার ।

১১৪ ) কার্টাগোনা প্রটোকল হচ্ছে - ➫ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি ।

১১৫ ) ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্টি্রল প্রটোকল কতবার সংশোধন হয় ? ➫ ৪ বার ।

১১৬ ) ' The Art of War ' গ্রন্থের রচয়িতা কে ? ➫ সুন জু ।

১১৭ ) বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ ? ➫ চীন ।

১১৮ ) বিশ্ব প্রাণী দিবস হচ্ছে - ➫ ৪ অক্টোবর ।

১১৯ ) WIPO এর সদর দপ্তর কোথায় ? ➫ জেনেভা ।

# সাধারণ বিজ্ঞান

১২০ ) ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে ? ➫ ওয়ার্টসন ও ক্রিক ।

১২১ ) হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ । ➫

১২২ ) কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ? ➫ উট ।

১২৩) PH হলো - ➫ ক্ষার , এসিড ও নিরপেক্ষতা নির্দেশক ।

১২৪ ) গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয় ? ➫ এক্স - রে ।

১২৫ ) বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি - ➫ যুক্ত অবস্থার চাইতে অধিক ।

১২৬ ) ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন ? ➫ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ।

১২৭ ) কোন বাক্যটি সত্য নয় ? ➫ ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে ।

১২৮ ) কোন বস্তুতে আধানের অস্তিত্ব ণির্ণয়ের যন্ত্র হলো - ➫ তড়িৎবীক্ষণ যন্ত্র ।

১২৯ ) ব্রেকিং পাউডারের র্মল উপাদানের সংকেত কি ? ➫ NaHCO3 .

১৩০ ) আকৃতি , আকার ও কাজের উপর ভিত্তি করে আবরণী টিস্যু কত প্রকার ? ➫ ৫ প্রকার ।

১৩১ ) হৃদপিন্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত ? ➫ বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি ।

১৩২ ) কীসের স্রোতে নদীখাত গভীর হয় ? ➫ জোয়ার-ভাটার স্রোত ।

১৩৩ ) বাংলাদেশে সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় ? ➫ ২ প্রজাতির ।

# কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১৩৪ ) কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র ? ➫ ইনপুট ।

১৩৫ ) কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে ? ➫ সিলিকন ।

১৩৬ ) Back Up প্রোগ্রাম বলতে কী বুধানো হয় ? ➫ নির্ধারিত ফাইল কপি করা ।

১৩৭ ) কোন সাইটটি বেচা-কেনার জন্য নয় ? ➫ google.com

১৩৮ ) কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা সহজ নয় ? ➫ Web Browser .

১৩৯ ) কম্পিউটারের মেমোরী থেকে ডাটা উত্তোলনের পদ্বতিকে কি বলে ? ➫ Read .

১৪০ ) MICR এর পূর্ণরূপ কি ? ➫ Magnetic Ink Character Reader .

১৪১ ) সোশ্যাল নেটওয়াকিং টুইটার কত সালে প্রতষ্ঠিত হয় ? ➫ ২০০৬ সালে ।

১৪২ ) কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম ? ➫ Android .

১৪৩ ) মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি ? ➫ ব্রডবেন্ড ইন্টারনেট সেবা ।

১৪৪ ) Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে ? ➫ Lawrence J.Ellison .

১৪৫ ) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ? ➫ RAM .

১৪৬ ) পার্সোনাল কম্পিউটার যুক্ত করে কোনটি তৈরি করা যায় ? ➫ Network .

# ভূগোল ও পরিবেশ

১৪৭ ) বাংলাদেশে কাল বৈশাখি জড় কখন হয় ? ➫ প্রাক- মৌসুমী বায়ু ঋতুতে ।

১৪৮ ) পূর্ব সতর্কতা ছাড়াই কোন দূযোগ সংগঠিত হয় ? ➫ ভূমিকম্প ।

১৪৯ ) ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমানা নেই ? ➫ নাগাল্যান্ড ।

১৫০ ) ‘ ঝুম ’ চাষ পদ্বতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায় ? ➫ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ।

১৫১ ) বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ? ➫ ৭৮.১ % ।

১৫২ ) কোনটি হিমবাহের ক্ষয়কাযের দ্বারা গঠিত ? ➫ ইউ আকৃতির উপত্যকা ।

১৫৩ ) বাংলাদেশের কৃষি কোন প্রকার ? ➫ ধান - প্রধান নিবিড় স্বয়ংভোজী ।

১৫৪ ) কোনটি আপদ এর প্রত্যক্ষ্য প্রভাব ? ➫ সামাজিক ।

১৫৫ ) দুযোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোনটি সর্বপ্রথম হবে ? ➫ ঝুঁকি চিহ্নিতকরণ ।

১৫৬ ) প্রাকৃতিক দুযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসু হবে ? ➫ কমিউনিটি পর্য়ায়ে ।

১৫৭ ) কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক ? ➫ শুক্র ।

# সাধারণ গণিত ও মানসিক দক্ষতা

১৫৮ ) কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২ টি কলা বেশী পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত ? ➫ ১.৫০ টাকা ।

১৫৯ ) ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে ? ➫ ৬০ ।

১৬০ ) দুইটি সংখ্যার গ.সা.গু ও ১১ এবং ল.সা.গু ৭৭০০ । একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত ? ➫ ৩০৮ ।

১৬১ ) x-y = 2 এবং xy = 24 হলে , x এর ধনাত্বক মান কত ? ➫ 6 ।

১৬২ ) 3/x + 4/x+1 = 2 হলে x এর মান কত ? ➫ 3 ।

১৬৩ ) | x - 3 | < হলে ➫ 2 < x < 8 .

১৬৪ ) x-30.001 = 0 হলে x2 এর মান কত ? ➫ 100 .

১৬৫ ) log 3( 1/9 ) এর মান কত ? ➫ 2 ।

১৬৬ ) একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 18 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত ? ➫ 1/4 ।

১৬৭ ) logax = 1 , logay = 2 এবং logaz = 3 , হলে loga( x3y2/z ) এর মান কত ? ➫ 4 ।

১৬৮ ) 2 সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ? ➫ 4π - 8.

১৬৯ ) 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে ? ➫ 286 ।

১৭০ ) 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70 । এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে , ছাত্রদের গড় নম্বর কত ? ➫ 62.5

১৭১ ) 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি , 25 ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষায় অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারে । বাংলায় কতজন কথা বলতে পারেন ? ➫ 40 ।

১৭২ ) CALCUTTA শব্দটির বর্ণগুলোকে AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কতগুণ ? ➫ ২ গুণ ।

১৭৩ ) সঠিক উত্তর কোনটি ?________ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব । ➫ সচেতনতা ।

১৭৪ ) প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে ? ➫ ২ ।

১৭৫ ) প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে ? ➫ ৬ ।

১৭৬ ) কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল । এ অবস্থায় কি করবেন ? ➫ আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নিবেন ।

১৭৭ ) কোন বানানটি অশুদ্ধ ? ➫ প্রতিযোগিতা ।

১৭৮ ) নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন ? ➫ RELATION .

১৭৯ ) .০৩ × .০০৬ × .০০৭ = ? ➫ .০০০০১২৬ ।

১৮০ ) নিচের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে ? ৭/? = ?/৩৪৩ ➫ ৪৯ ।

১৮১ ) নিচের নম্বর সিরিজে কোনটি বসবে ? ১ , ২ , ৮ , ৪৮ , ৩৮৪ ..... ➫ ৩৮৪০ ।

১৮২ ) আপনার কাছে পাঁচটি আধুলি , ৮ টা সিকি আছে । আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে ? ➫ ০৫ ।

১৮৩ ) ১২ এর কত শতাংশ ১৮ হবে ? ➫ ১৫০ ।

১৮৪ ) ‘ লবণ ’ শব্দের বিশেষ্য কোনটি ? ➫ নোনতা ।

১৮৫ ) কোনটি শুদ্ধ বানান ? ➫ শ্বশুর ।

১৮৬ ) শব্দঃ কর্ণ ; আলোঃ ? ➫ চক্ষু ।

১৮৭ ) চিত্রে ত্রিভুজ সংখ্যা কতটি ? ➫ ২০ ।

১৮৮ ) চিত্রে ত্রিভুজ সংখ্যা কতটি ? ➫ ৮ টি ।

১৮৯ ) একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 18 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত ? ➫ 1/4 । ➫

১৯০ ) ' জল ' শব্দের সমার্থক নয় - ➫ জলধি ।

# নৈতিকতা ও সুশাসন

১৯১ ) নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি ? ➫ সমাজে বসসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন ।

১৯২ ) মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ? ➫ ঐচ্ছিক ক্রিয়া ।

১৯৩ ) মূল্যবোধ কী ? ➫ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড ।

১৯৪ ) সামাজিক মূল্যবোধের ভিত্তি কি ? ➫ অাইনের শাসন , নৈতিকতা ও সাম্য ।

১৯৫ ) সুশাসনের পূর্বশর্ত হচ্ছে - ➫ মত প্রকাশের স্বাধীনতা ।

১৯৬ ) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির গুরুত্ব দেওয়া হয়েছে ? ➫ সুশাসনের অর্থনৈতিক দিক ।

১৯৭ ) ‘ আইনের চোখে সব নাগরিক সমান । ’- সংবিধানের কত নং অনুচ্চেদে বলা হয়েছে ? ➫ ২৭ নং ।

১৯৮ ) Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় ? ➫ টেকসই উন্নয়ন ।

১৯৯ ) ‘ সুশাসন ’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ? ➫ বিশ্বব্যাংক ।

২০০ ) নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় ? ➫ সুশাসনের ।

Adnan Mahfuj

‘‘ বিসিএসের খুটিনাটি বিষয়গুলো খেয়াল রেখে রুটিন মাপিক পড়াশোনা শুরু করুন , ইনশাআল্লাহ জয় আসবেই । ‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *